ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
২৭৫

ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৮ ৮ মার্চ ২০২০  

ভারতকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল অস্ট্রেলিয়া। অজি মেয়েদের এটি পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়। 
আজ রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৮৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো (সাতটি) ফাইনাল খেলে পাঁচটিতেই জিতল অজি নারী দল। অন্যদিকে প্রথমবার ফাইনাল খেলা ভারতকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও ফাইনালে জিতে এর প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মোনি ৫৪ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন।

আরেক ওপেনার অ্যালিসা হিলির ব্যাট থেকে আসে ৩৯ বলে ৭৫ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।
জবাবে ১৯.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর